ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং এজেন্টের মারধরের অভিযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাতসহ দুইজন। পুনরায় তফসিল ও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

তারা অভিযোগ করে বলেন, সকাল ৯টা থেকে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থিত প্রার্থীর পক্ষে মেয়র ও তার সমর্থিত লোকজন বিভিন্ন কেন্দ্রে হামলা বোমা ফাটিয়ে কেন্দ্র দখল করে এবং অপর প্রার্থীদের এজেন্ট বের করে দেয়। এরপর প্রায় ৪০টি কেন্দ্র দখল করে জালভোট প্রদান করা হয়। 

আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তারা। 

অন্যদিকে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং এজেন্টের মারধরের বিষয়টি তারা বারবার নির্বাচন সংশ্লিষ্ট সকলকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।