গাইবান্ধায় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, আহত ২

গাইবান্ধায় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, আহত ২

ফাইল ছবি।

গাইবান্ধায় রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় বলতে পারেনি রেলওয়ে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেলপথের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনের অদূরে অরক্ষিত রেলক্রসিং জামতলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বামনডাঙ্গা-নলডাঙ্গা রেলস্টেশনের মাঝামাঝি এলাকার অরক্ষিত রেলক্রসিং জামতলা গেট দিয়ে একটি পিকআপ ভ্যান পার হচ্ছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা শান্তাহারগামী টুয়েন্টি ডাউন লোকাল ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের একপাশ দুমড়ে-মুচড়ে যায় এবং একপাশের গেট ভেঙে যায়।

এসময় পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, অরক্ষিত রেলক্রসিং জামতলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তবে আহতরা গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।