ধনীদের কর বাড়াচ্ছেন পুতিন

ধনীদের কর বাড়াচ্ছেন পুতিন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের খরচ জোগাতে রাশিয়ার বড় বড় কোম্পানি ও ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন এ কথা জানিয়েছে। খবর আলজাজিরার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর একদিকে দেশটির ব্যয় যেমন অনেক বেড়ে গিয়েছে, অন্যদিকে জ্বালানি রপ্তানির ওপর ইউরোপের নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে।

নতুন প্রস্তাবিত করহার আগামী বছর (২০২৫) থেকে চালু হতে পারে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এর ফলে প্রতি বছর অতিরিক্ত ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার করা আদায় হবে।

রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তন সিলুয়ানোভ এক বিবৃতিতে বলেন, একটি স্বচ্ছ ও ভারসাম্যমূলক কর ব্যবস্থা চালু করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে বাড়তি যে আয় হবে তা দেশের অর্থনৈতিক কল্যাণ এগিয়ে নেবে।

প্রেসিডেন্ট পুতিন গত মার্চে পঞ্চম মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় আসার আগে থেকেই তিনি দেশের কর ব্যবস্থা সংস্কারের কথা বলে আসছিলেন। বিশেষ করে রাশিয়ার বড় বড় কোম্পানি ও ধনীদের ওপর কর বাড়ানোর কথা বলেছিলেন তিনি।

রাশিয়ার বেশিরভাগ মানুষ ১৩ শতাংশ হারে আয়কর দেন। অতিধনীদের কিছু অংশকে ১৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। তবে নতুন প্রস্তাবে করহার আরও বাড়িয়ে আয়ভেদে ১৮ শতাংশ, ২০ শতাংশ, এমনকি ২২ শতাংশ পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া করপোরেট করহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে।