টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি:সংগৃহীত

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও  মিল্ক ফিডিং প্রোগ্রাম হয়েছে। আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ প্রোগ্রামের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ভেটেনারি কর্মকর্তা এস এম আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ওই বিদ্যালয়ের ২০০ শিশু শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়।