ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতীকী ছবি

রাজবাড়ীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনিটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার দুপুরে সদর উপজেলার দাদশী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান তদারকিকালে জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পণ্যের মোড়ক না থাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে মোজাফফর স্টোরকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাদিত স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রুহুল আমিন ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।