নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি মিনু, সম্পাদক সোমা

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি মিনু, সম্পাদক সোমা

ফাইল ছবি

বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনুকে সভাপতি ও শাহনাজ সিদ্দীকি সোমাকে (বাসস) সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

রোববার (২ জুন) সংগঠনের চতুর্থ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি পারভীন সুলতানা ঝুমা, সহ-সভাপতি মুনিমা সুলতানা (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), সহ-সাধারণ সম্পাদক নাজনীন নাহার (টেকওয়ার্ল্ড বাংলাদেশ), লতিফা আনসারী রুনা (দীপ্ত টিভি), মাশরেখা জাহান মনা (বিটিভি), কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক (সিনিয়র সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস (দৈনিক খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম (ইত্তেফাক), দফতর সম্পাদক আহমেদ মুশফিক নাজনীন (একুশে টিভি), প্রশিক্ষণ সম্পাদক নাসরিন শওকত (ফ্রিল্যান্সার)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন ডেইজি মউদুদ (দৈনিক বাংলা), অদিতি রহমান (সিনিয়র সাংবাদিক), বিলকিস সুমি (জিটিভি), ইয়াসমিন রিমা (ডেইলি সান), লাইলী ইয়াসমিন (বৈশাখী টিভি), জাহিদা পারভেজ ছন্দা (সংবাদ) ও রুপম আক্তার (টাইম ওয়াচ)।