চাঁদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ

চাঁদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ

প্রতিকী ছবি

চাঁদপুরের ডাকাতিয়ার মোহনায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এতথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল আজ সকালে সদর থানাধীন ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুরাতন লঞ্চঘাট সংলগ্ন ট্রলার ঘাটের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ দৃষ্টি গোচর হয়।

অতঃপর ব্যাগ দুটি তল্লাশী করে ০৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।