এমবাপের রিয়ালে যোগ দেয়ার ঘোষণায় যা বললেন রোনালদো

এমবাপের রিয়ালে যোগ দেয়ার ঘোষণায় যা বললেন রোনালদো

ফাইল ছবি

বিশ্ব ফুটবলে বর্তমানে খেলা তরুণ ফুটবলারদের মধ্যে সবথেকে প্রতিভাবান কিলিয়ান এমবাপে। বিশ্বসেরা এই ফুটবলারের শৈশবের স্বপ্ন ছিল ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। অবশেষে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো যে ক্লাবে খেলে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন সেই ক্লাবেই যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ফরাসি এই তারকা ফুটবলার।

এমবাপেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দিয়েছে রিয়ালও। গতকাল রাতে ক্লাবের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপে। একই সঙ্গে এমবাপেকে ক্লাবে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

এদিকে রিয়ালে যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এমবাপে নিজেও। ২০২২ সালে রিয়ালে যোগ দেয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন ফরাসি এই তারকা ফুটবলার। তবে শেষ পর্যন্ত পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করতে হয় তাকে। তবে এবার আর স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি কেউই।

রিয়ালে যোগ দেয়ার ঘোষণা দিয়ে এমবাপে লিখেন, ‘একটা স্বপ্ন পূরণ হলো, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত। কেউ বুজগতে পারবে না আমি আসলে কতোটা আনন্দিত। মাদ্রিদিস্তারা, তোমাদের দেখার অপেক্ষায় আছি, সমর্থনের জন্য ধন্যবাদ, হালা মাদ্রিদ।’

এদিকে এমবাপের এমন ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন তারকা ফুটবলাররা। তবে এমবাপে হয়তো আবেগে ভাসছেন তাঁর আদর্শ রোনালদোর শুভেচ্ছা বার্তাটি দেখে। এমবাপে এতদিন রিয়ালের হয়ে পর্তুগীজ মহাতারকার খেলা দেখে অনুপ্রেরণায় ভাস্তেন। এখন রোনালদো রিয়ালে ফরাসি এই তারকার খেলা দেখতে মুখিয়ে আছেন।

এমবাপেক রিয়ালে স্বাগত জানিয়ে রোনালদো লিখেছেন, ‘এখন আমার সময় বার্নাব্যুতে তোমার অসাধারণ পারফর্ম্যান্স দেখে আনন্দিত হওয়ার।’

এদিকে শুধু রোনালদোই নন, এমবাপের রিয়ালে যাওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহামও। তিনি লিখেন, ‘তোমাকে অনেক অনেক শুভকামনা বন্ধু। রিয়ালে অনেক দারুণ সময় অপেক্ষা করছে।’