‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি:সংগৃহীত

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।

স্টেশন মাস্টার হাফিজুর বলেন, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনেটি। বেলা ১১টায় রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার হাফিজুর আরও বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।