কুতুবদিয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুতুবদিয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকায় রাস্তা থেকে মোহাম্মদ তারেক (২৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের মগলাল পাড়া এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারেক ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি কুতুবদিয়া ধুরুং বাজারের ব্যবসায়ী।

জানা যায়, মঙ্গলবার রাতে ধুরংবাজার থেকে তার গ্যাসের দোকান বন্ধ করে দাওয়াতে যাবে বলে চলে যায়। পরে সে আর রাতে বাড়িতে যায়নি। সকালে একই ইউনিয়নের মগলাল পাড়া রাস্তার মাঝে তার লাশটি দেখতে পায় পথচারীরা। পরে আত্মীয়স্বজন খবর পেয়ে আসলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।