রাজশাহীর দুই উপজেলাতে ভোটার উপস্থিতি কম

রাজশাহীর দুই উপজেলাতে ভোটার উপস্থিতি কম

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারঘাটে তিনজন ও বাঘায় দুই জন।

চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন। চারঘাট উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৫৮৩ জন ও মহিলা আছেন ৮৯ হাজার ৮১৯ জন এবং হিজড়া ১ জন।

এদিকে, বাঘা উপজেলা পরিষদের  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঘা উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ জন এবং নারী ভোটার সংখ্যা ৮২ হাজার ৬৫৬ জন।