সিরাজগঞ্জে ট্রাক্টর ও নছিমন সংর্ঘষে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাক্টর ও নছিমন সংর্ঘষে কৃষকের মৃত্যু

প্রতিকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নছিমন সংঘর্ষে তোজাম উদ্দিন নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, একটি জমিতে চাষের কাজ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থালেই চালক তোজাম উদ্দিন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।