ময়মনসিংহে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

ময়মনসিংহে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।

বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে মোটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর ২টার দিকে পুকুর পানি সেচ বৈদ্যুতিক মোটর চালু করতে যান শিমুল।

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন শিমুল। বিষয়টি দেখতে পেয়ে শিমুলকে বাঁচাতে যান শিরিনা আক্তার। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।