চাচিকে হত্যার দায়ে একজনের ফাঁসি

চাচিকে হত্যার দায়ে একজনের ফাঁসি

ফাইল ছবি

জয়পুরহাটে পাওনা টাকার জেড়ে চাচিকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ানের আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামি রাকিবুল হাসান টিটুর কাছ থেকে চাচি মাসুমা বেগম সুদের ২ হাজার টাকা পেতেন। টিটু সেই ২ হাজার টাকা ফেরত দিলেও সুদের আরও ১ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এরই জেড়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে মাসুমা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি টানতে গেলে টিটু তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুমাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।