এবার ইউক্রেনকে শক্তিশালী মিরেজ-২০০০ যুদ্ধবিমান দেবে ফ্রান্স

এবার ইউক্রেনকে শক্তিশালী মিরেজ-২০০০ যুদ্ধবিমান দেবে ফ্রান্স

ফাইল ছবি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, ফ্রান্স ইউক্রেনকে মিরেজ ২০০০-৫ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁন বলেন, শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এই সরবরাহ কার্যক্রম শুরু হবে।

মিরেজ ২০০০-৫ যুদ্ধবিমান একটি মাল্টিরোল জেট যা প্রায় ২৫ বছর ধরে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড ক্ষমতাসহ ফ্রান্সের পরিষেবাতে রয়েছে। মিরেজ জেটটি ফ্রান্স সফলভাবে বেশ কয়েকটি দেশে রফতানি করেছে এবং এটি আমেরিকার তৈরি এফ -১৬ জেটের অনুরূপ ক্ষমতা সরবরাহ করে।

ম্যাক্রোঁন বলেন, তিনি এই গ্রীষ্ম থেকে পাইলটদের যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করার প্রস্তাব দিয়েছেন। প্রশিক্ষণে প্রায় ছয় মাস সময় লাগবে। এফ-১৬ সরবরাহ কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স এরই মধ্যে ইউক্রেনের পাইলটদের প্রাথমিক ফ্লাইট প্রশিক্ষণ দিচ্ছে।

ফরাসি নেতা বলেন, তিনি এমন দেশগুলোর একটি জোট গঠনের আশা করছেন যারা ইউক্রেনকে তাদের নিজস্ব মিরেজ জেট সরবরাহ করতে পারে। গ্রিস ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীতে মিরাজ ২০০০-৫ জেট বিমান রয়েছে।