শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতিকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলায়েত মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মহব্বত আলী মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলায়েত মোল্লা একই এলাকার সেলিম মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলায়েত মোল্লা পেশায় রাজমিস্ত্রির সহকারী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়া এলাকার একটি মাছের ঘেরের পাশে রান্নাঘর পাকা করার কাজ করছিল সে। এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় বেলায়েত। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বেপারী বলেন, বেলায়েত রাজমিস্ত্রির কাজ করছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে নিতে মারা যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি।