খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-এর সমর্থক বরুণ বিকাশ চাকমাকে (৫৫) ব্রাশফায়ার করে হত্যার করা হয়েছে।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি উপজেলার লোগাং দুদকছড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে। 

স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ প্রচণ্ড গুলির শব্দ শুনা যায়। বেশ কয়েকজন বরুণ বিকাশ চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে নিহতের লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

গুলিতে নিহত বরুণ বিকাশ চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা বলে জানা যায়।  

খাগড়াছড়ি জেলা সংগঠনের নেতা অংগ্য মারমা বলেন, ভ্রাতৃঘাতি সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আন্দোলন-সংগ্রামকে বাঁধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করেন।