কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবি:সংগৃহীত

কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে যৌথভাবে কাজ করার ঘোষণা দেয়া হয়েছে। 

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, বিজিবি ৪৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ, সিভিল সার্জন আকুল উদ্দিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে মেলায় জুয়া, নকল কসমেটিকস, বাউলের ওপর হামলা, খুনোখুনি, আসামি গ্রেফতার না হওয়ার প্রসঙ্গ টানেন। তবে বেশি আলোচনা হয়েছে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে।