ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি

ফাইল ছবি।

রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার তিনি বলেন, শীতকাল থেকে শুরু করে এ পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। 

বার্লিনে এক সম্মেলনে জেলেনস্কি বলেন, “রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে ইতোমধ্যেই ইউক্রেনের ৯ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে দেশটির বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৮ গিগাওয়াট। বর্তমানে ওই সক্ষমতার অর্ধেকও বিদ্যমান নেই।