নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রতিকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওসমান (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের আলী পাটোয়ারীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কাঁফকো গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে রান্না ঘরের মেঝে ঢালাইয়ের কাজ করছিলেন ওসমান। এ সময় গরম লাগায় বাড়ির মানুষদের কাছ থেকে একটি ছোট টেবিল ফ্যান চেয়ে নেন তিনি। হাতে নিয়ে সেই ফ্যানের বাতাস নিচ্ছিলেন তিনি। এ অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় সহযোগীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।