রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেবে জি-৭

রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেবে জি-৭

সংগৃহীত

ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে একটি চুক্তিতে সম্মত হয়েছেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর নেতারা। রাশিয়ার জব্দ করা সম্পদের সুদ থেকে এই অর্থ দেওয়া হবে কিয়েভকে।

বৃহস্পতিবার ইতালিতে শুরু হয়েছে জি-৭ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের উদ্বোধনী দিনের কেন্দ্রবিন্দু ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ রাশিয়ার আক্রমণের পর তিনি টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানের সাথে ১০ ​​বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন জেলেনস্কি। জাপান চলতি বছর ইউক্রেনকে ৪৫০ কোটি ডলার দেবে। জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও একটি নতুন দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তিতেও স্বাক্ষর করতে যাচ্ছেন।

রাশিয়ার প্রায় ত্রিশ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো। এই সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে ঋণ দিতে যাচ্ছে জি-৭। চুক্তির প্রযুক্তিগত বিষয় আগামী সপ্তাহগুলোতে চূড়ান্ত করা হবে।