শয়তানকে পাথর মেরে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন

শয়তানকে পাথর মেরে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপের’ মধ্য দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

রোববার আনুষ্ঠানিকতা শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজিরা। খবর এএফপির।

ফরাসি বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের’ জন্য শনিবার রাতে হাজিরা পাথর সংগ্রহ করেন এবং মুজদালিফায়  আকাশের নিচে রাতযাপন করেন। সেখানে তারা ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই খোলা জায়গায় বসে প্রার্থনা করেছেন।

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান। মক্কার স্থানীয় সময় আজ ভোর থেকেই মক্কা আল-মুকাররামার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীকী তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি করে পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা।

এর আগে, ২০১৫ সালে পাথর নিক্ষেপের ঘটনায় ভয়াবহ পদদলনে ২৩০০ হাজি প্রাণ হারান। এরপর থেকে হজের সময় মিনায় হাজিদের অতিরিক্ত ভিড় এড়াতে স্থানটি নতুন করে ঢেলে সাজিয়েছে সৌদি সরকার।