এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ম্যাথিউস

এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ম্যাথিউস

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও এক ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কার। তবে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে তারা। গ্রুপ পর্ব থেকে লঙ্কানদের বিদায়ে হতাশ হয়েছেন ভক্তরা। এবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হতাশাজনক পারফর্ম করে ভানিন্দু হাসারাঙ্গার দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

ম্যাথিউস বলেন, ‘আমরা পুরো দেশকে হতাশ করেছি। আমরা সত্যিই দুঃখিত কারণ আমরা নিজেদেরকে হতাশ করেছি। আমরা কখনও এমনটা আশা করিনি। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেগুলো দুর্ভাবনার কিছু নয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি।’

শ্রীলঙ্কার বিমান ধরার আগে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে তারা। কাগজে-কলমে ডাচরা পিছিয়ে থাকলেও তাদেরকে হালকাভাবে নিচ্ছে না লঙ্কানরা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারা শ্রীলঙ্কা তাই শেষ ম্যাচটা জিততে চায় সম্মানের জন্য।

ম্যাথিউস বলেন, ‘আমরা কোনো দলকে হালকাভাবে নিতে পারি না। নেপাল কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিচ্ছিল আমরা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক যে নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে যা হওয়ার হয়ে গেছে। টুর্নামেন্টে আমাদের আর একটি ম্যাচ বাকি। আমরা নিজেদের সম্মানের জন্য খেলব।’

‘নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি আমরা। বিশেষ করে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। নিজেদের মধ্যে আমরা অনেক কষ্ট পাচ্ছি। আগামীকাল নতুন দিন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের খেলতে হবে। তারা খুব, খুব বিপজ্জনক দল। তাই আমরা ভালো খেলে তাদের হারাতে চাই।’