মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল একজনের

মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল একজনের

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আয়দুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার দেওঘর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মো. আয়দুল হক দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়দুল হক আজ দুপুরে বাড়ির সামনে থেকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। বেলা ২টার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলেও আয়দুল হক নদীতে মাছ ধরেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিয়ে দেখেন আয়দুল হক নৌকায় নেই।

এ সময় অনেক খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে পানিতে তলিয়ে যাওয়া আয়দুল হকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শরিফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন দেওঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন।