মুন্সিগঞ্জে মেয়ের সামনে মায়ের আত্মহত্যা

মুন্সিগঞ্জে মেয়ের সামনে মায়ের আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮জুন) উপজেলার গজারিয়া ইউনিয়নের ফুলদী গ্রামের পানশারচর এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ হালিমা আক্তার (২৫) ওই এলাকার রাকিব হোসেন প্রধানের স্ত্রী।

পুলিশ জানায়, ঈদুল আজহার দিন রাতে পারিবারিক কারণে স্বামী এবং স্ত্রীর ঝগড়া হয়। সেই ক্ষোভে স্ত্রীর হালিমা আক্তার আত্মহত্যা করেছেন।হালিমার নয় বছরের মেয়ে নেহা পুলিশকে জানায়, ঈদের দিন রাতে বাবা মার ঝগরা হয়। তার বাবা তার মাকে অপমান করে। পরে ভোর রাতে তার বাবা পিকাপ গাড়ি নিয়ে কাজে চলে যায়। ঘর খালি থাকায় তার মা গলায় ফাঁসি দিয়েছে, সেই ফাঁসি দেওয়ার দৃশ্য সে নিজে দেখেছে বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনর্চাজ মো. রাজিব খাঁন জানান, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।