ভালুকায় রাস্তা পারের সময় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ভালুকায় রাস্তা পারের সময় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ (৬৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে দিন মজুরের কাজ করতো। ঘটনার দিন সকালে সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।