বরিশালে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ১

বরিশালে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ১

ফাইল ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যানচালক আয়নাল বেপারী (৬০) নামে দুইজন নিহত হয়েছেন।সোমবার (২৪ জুন) সকালে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) গৌরনদীর সাঁকোকাঠী গ্রামের ও ভ্যানচালক আয়নাল বেপারী (৬০) বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাটারিচালিত ভ্যানযোগে ভোরে আগরপুর থেকে মাছ কেনার জন্য গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোর বাইচখোলা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।