দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, নিহত ২০

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, নিহত ২০

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আরো অনেক কর্মী নিখোঁজ রয়েছেন। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো।

স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর বার্তাসংস্থা রয়টার্সের।

রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য আগুন ইতোমধ্যেই অনেকাংশে নিভে গেছে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

স্ধানীয় গণমাধ্যম ইয়োনহাপ বলেছে, প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন এবং আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন এবং কর্তৃপক্ষ সব কর্মীর সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।