ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার। এর আগে ভোর রাতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এরমধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজু নামের দুই ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার জানান, দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।