১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

ছবিঃ সংগৃহীত।

মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ভাটার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মুজিবনগর উপজেলার বাগোয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের ছোট ভাই দৌলত খান (৪০), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে হালিম আলী (২২) এবং আনন্দবাস গ্রামের মৃত সৈকত আলীর ছেলে আলী ইয়াসিন (৫৫)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ভাটার এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফ, এসআই আশিকুর রহমানের নেতৃত্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের ছোট ভাই দৌলত শেখসহ তিনজনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।