ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ৫ সেনা আহত

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ৫ সেনা আহত

ছবিঃ সংগৃহীত।

ইরাকের আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সন্দেহভাজন রকেট হামলায় অন্তত ৫ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (৫ আগস্ট) পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, হামলা-পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ঘাঁটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পর মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এমন মন্তব্যের পরপরই এ হামলার ঘটনা ঘটলো।

মার্কিন নিরাপত্তা সূত্রগুলো সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, অজ্ঞাত স্থান থেকে দুটি কাতিউশা রকেট বিমানঘাঁটিতে ছোড়া হয়। এর মধ্যে একটি রকেট ঘাঁটির ভিতরে পড়ে।

হামলার পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে হামলায় কোনও সেনা নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। এমনকি আহত সদস্যদের অবস্থা গুরুতরও নয়।

প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্দেহভাজন হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।