রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু মঙ্গলবার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু মঙ্গলবার

ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিন্ডিকেট (বিশেষ) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে সন্ধ্যা ৬টায় খুলে দেওয়া হয়েছে ছাত্রী হল।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ, ট্রেজারার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ আসাদুজ্জামান নূর, যুগ্মসচিব (ড্রাফটিং) (চলতি দায়িত্ব) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। মুহাম্মদ জহুরুল ইসলাম, যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং রিফাত-উর-রহমান, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।