ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিকিউ বলপেন

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিকিউ বলপেন

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৭ আগস্ট) ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৩.৯৯ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬৮ টাকা। গত সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৪৪.৫০ টাকায়। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ড্রাস্ট্রিজের ১৩.৯৫ শতাংশ, নাভানা ফার্মার ১৩.৮৪ শতাংশ, সোনালী পেপারের ১৩.৬৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১৩.৫১ শতাংশ, এমারেল্ড অয়েলের ১৩.৪৬ শতাংশ, স্যালভো কেমিক্যালের ১৩.৪৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৩.২৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৩.২৪ শতাংশ ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১৩.১১ শতাংশ শেয়ার দর কমেছে।