বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুব মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

মাহবুব মোর্শেদের জন্ম ১৯৭৭ সালের ২৯ জানুয়ারি রংপুরে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন প্রত্নতত্ত্ব নিয়ে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশার সঙ্গে জড়িত। মাহবুব মোর্শেদ দৈনিক সমকাল, কালের কণ্ঠ, দেশ রূপান্তরসহ বিভিন্ন শীর্ষ দৈনিকে কাজ করেছেন। কথাসাহিত্যিক ও কলামিস্ট হিসেবেও তার পরিচিতি রয়েছে।