নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রতিকী ছবি

নেত্রকোণার বারহাট্টায় ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় কেশব সরকার (৪৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনে গুহিয়ালা এলাকায় রোজবার্ড স্কুলের সামনের লাইনে বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কেশব সরকার কেন্দুয়া উপজেলার বাঘমারা গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে। মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কেশব সরকারের শ্বশুড় বাড়ী বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। তার শ্বশুড় বাড়ীতে বেড়াতে এসে বারহাট্টা বাজারে কলা কিনতে যায়। কলা কিনে শ্বশুরের বাসায় ফেরার পথে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনে গুহিয়ালা মৌজায় রোজবার্ড স্কুলের সামনের লাইন পাড়াপাড়ের সময় ট্রেনের ধাক্কায় ট্রেনেই ইঞ্জিনের সামনে আটকে যায়।

এ অবস্থায় তার তার মৃত্যু হয়। মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান আছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।