কক্সবাজারে ছিনতাইয়ের পর পর্যটককে ছুরিকাঘাত, আটক ৪

কক্সবাজারে ছিনতাইয়ের পর পর্যটককে ছুরিকাঘাত, আটক ৪

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বিচ সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারীর অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও মোবাইল ফোন।

আটকরা হলো- ওসমান গণি (১৮), মোবারক মনু (১৯),  সোহেল (১৮), হোছাইন (১৫)। 

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা হতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক ফাহিম ইসলামকে গত ২০ আগস্ট দিনগত রাত ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছিল।

এসময় এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে। এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে বাকি তিনজনকে আটক করে। 

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।