একটি স্মার্টফোনে কতটুকু স্বর্ণ থাকে তা জানলে অবাক হবেন

একটি স্মার্টফোনে কতটুকু স্বর্ণ থাকে তা জানলে অবাক হবেন

ফাইল ছবি

অনেকেই হয়তো শুনে থাকবেন স্মার্টফোনে স্বর্ণ থাকে। কিন্তু স্বর্ণের পরিমানটা কত তা অনেকেরই জানা নেই। এই স্বর্ণের দামই বা কত? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক।

যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য মোবাইল ছাড়া অন্য কিছুর কথা ভাবাই যায় না। আপনার সেই প্রিয় ফোনটির অন্দরে লুকিয়ে আছে স্বর্ণ। সত্যিই তাই। মোবাইল ফোনের সার্কিটে বিভিন্ন মৌলের ব্যবহার করা হয়। তার মধ্যে রয়েছে হলুদ ধাতুও।

সাধারণত এক গ্রাম সোনা পেতে কখনও কখনও ১ টন আকরিকও লাগে। কিন্তু মাত্র ৩৫ থেকে ৪০টি মোবাইল থেকেই এই পরিমাণ টাকা পাওয়া সম্ভব।

হিসাব করে দেখতে গেলে প্রতিটি স্মার্টফোনে ০.০৩৪ গ্রাম স্বর্ণ থাকে। হিসাব করে দেখতে গেলে এই পরিমাণ স্বর্ণের দাম ২০০ টাকার বেশি।

এটা হয়তো খুব বেশি নয়, কিন্তু বাস্তবে প্রতিদিন সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ স্মার্টফোন বাতিল করা হয়। তাই হিসাব করে দেখতে গেলে প্রচুর টাকা উঠতে পারে বাতিল স্মার্টফোন থেকে স্বর্ণ উদ্ধার করে।