সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

ইমরান খান

গত ২২ আগস্ট যে সমাবেশ ডাকা হয়েছিল তা আগামী ৮ সেপ্টেম্বর হবে জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি ঘোষিত সময়ে করা হয়নি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ইমরান খান।

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। গত ৮ আগস্ট কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন। সূত্র: ডন