রাবিতে যৌন নিপীড়ন বিরোধী বিক্ষোভ

রাবিতে যৌন নিপীড়ন বিরোধী বিক্ষোভ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন নিপীড়ন বিরোধী বিক্ষোভ হয়েছে। নিপীড়ক শিক্ষকদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ সামনে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, এই ক্যাম্পাসে কোনো যৌন নিপীড়কদের ঠাঁই নেই। এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষকদের পরিচয় প্রকাশের আহ্বান জানানো হয়। আর কোনো বোন যেন এই ধরনের হয়রানির শিকার না হয়, তাই এখনই সোচ্চার হওয়ার কথাও বলেন তারা।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।