ভালুকায় নাফকো ফার্মাসিউটিক্যালসে শ্রমিক অসন্তোষ

ভালুকায় নাফকো ফার্মাসিউটিক্যালসে শ্রমিক অসন্তোষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নাফকো ফার্মাসিউটিক্যালসের ৫ শতাধিক শ্রমিক বেতন ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটিকে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে বিকেল ৫টার দিকে শ্রমিকরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেন। 

ফ্যাক্টরির শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান নাফকো ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

জানা গেছে, মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি পূরণের আশ্বাস দিলেও আপাতদৃষ্টিতে শ্রমিকদের সব দাবি পূরণ করার সম্ভাবনা খুব সীমিত। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ফ্যাক্টরির দূরত্ব ৪ কিলোমিটার ভেতরে হওয়ায় শ্রমিকদের পক্ষে মহাসড়ক অবরোধ করার সম্ভাবনা কম।