জামালপুরে বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্যাতন (র‍্যাগিং) এর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ)-কে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অপি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত, মির্জা আজম হলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক আল-আমীন, সিএসই বিভাগের শিক্ষার্থী আদরসহ কমপক্ষে ১০ জন শিক্ষার্থী নির্যাতনের মাধ্যমে র‍্যাগিং করেন। 

এ সময় আব্দুল আহাদ (ফাহাদ) মানসিক চাপে অজ্ঞান হয়ে গেলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।  

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বুলিং র‍্যাগিং কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের কাছে তিনটি দাবিসহ আবেদন করেন। দাবিগুলো হলো-

১. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুসারে র‍্যাগিং ও বুলিংয়ের শাস্তি (ন্যূনতম এক সেমিস্টার) প্রদান করতে হবে।
২. মুচলেকা দিতে হবে, ক্যাম্পাসে কেউ যদি ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে তার ছাত্রত্ব বাতিল করতে হবে।
৩. হল থেকে অভিযুক্তদের বহিষ্কার করতে হবে।