চাঁদপুরে শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি

চাঁদপুরে শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি

সংগৃহীত ছবি

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চটি শহরের স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবাণী রোড, লেকেরপাড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে শহীদ মিনার পাদদেশে আন্দোলনে সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ করা হয়। এছাড়াও চাঁদপুরের যে সকল ছাত্র-জনতা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথেও স্মৃতিচারণ করা হয়।

এর আগে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।