বিজয় একাত্তর হলে গণরুম বিলুপ্ত, প্রথম বর্ষেই বৈধ সিট

বিজয় একাত্তর হলে গণরুম বিলুপ্ত, প্রথম বর্ষেই বৈধ সিট

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় হল হিসেবে পরিচিত বিজয় একাত্তর হলে আনুষ্ঠানিকভাবে গণরুম বিলুপ্তির ঘোষণা দিয়েছে হল প্রশাসন। একইসঙ্গে প্রথম বর্ষ হতেই সিট দেওয়ার কথা জানানো হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা কর্তৃক সাক্ষরিত ও বিজয় একাত্তর হলের গত ৫ সেপ্টেম্বরের প্রশাসনিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে সব ধরনের গণরুম বিলুপ্ত ঘোষণা করা হলো। সে মোতাবেক গেস্টরুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করা হবে।

গেস্টরুম প্রসঙ্গ ও শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে বলা হয়, গেস্টরুম কেন্দ্রিক তথাকথিত রাজনৈতিক অপসংস্কৃতি কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে হলের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

এছাড়াও একই প্রশাসনিক সভায় প্রথম বর্ষ হতেই বৈধ সিট নিশ্চিত করা হবে মত দিয়েছে প্রশাসন। সেক্ষেত্রে পজিশন এবং সিজিপিএকে মানদন্ড হিসেবে ধরা হবে।