বরিশালে কারেন্ট জাল বিক্রি, ২ জনের জরিমানা

বরিশালে কারেন্ট জাল বিক্রি, ২ জনের জরিমানা

ফাইল ছবি

বরিশালের মুলাদীতে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। বিকেলে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজামউদ্দিন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে ওই জরিমানা করেন। 

জরিমানা দেয়া কারেন্ট জাল ব্যবসায়ীরা হলেন- বরিশালের হিজলা উপজেলার বরজালিয়া এলাকার শাহজাহান সরদারের ছেলে দুলাল সরদার ও একই এলাকার নুর হোসেন বেপারীর ছেলে আনোয়ার হোসেন বেপারী। 
এর আগে দুপুরে মুলাদী মৎস্য বিভাগ পুলিশের সহায়তায় ঢাকা থেকে আসা সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ৪১টি বান্ডিলে ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জালসহ দুই জনকে আটক করা হয়। 

মুলাদী উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ দুই জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।