পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম
বাবর আজম
গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর ব্যর্থতার দায় নিয়ে তিন ফরম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এরপর এ বছরের মার্চে তাকে আবার সাদা বলের ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল। তবে সাদা বলে ম্যান ইন গ্রিনদের অধিনায়ক হিসেবে বাবরের দ্বিতীয় অধ্যায়ও খুব বেশি বড় হলো না।
গতকাল আচমকাই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন বাবর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া দীর্ঘ এক পোস্টে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’
নিজের খেলার প্রতি মনোযোগ দিতেই বাবর এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি লিখেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়।’
অধিনায়কত্ব ছাড়ার পর এখন বাবর নিজের ব্যাটিংয়ের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাবেন বলেই জানিয়েছেন। তিনি লিখেন, ‘আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’
বাবরের অধিনায়কত্বেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে পাকিস্তান। এ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ম্যান ইন গ্রিনরা। এরপর থেকেই সমালোচনার মুখে ছিলেন পাকিস্তানের এই ব্যাটার।