ফুটবলের সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো

ফুটবলের সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো

ইতিলিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন ট্রফি হাতে রোনাল্ড। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ইতিলিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস। সেই সঙ্গে বিশ্বের সর্বাধিক গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা। বুধবার (২০ জানুয়ারি) নাপোলির বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে রোনাল্ডোর গোল বিশ্ব ফুটবলের নতুন মাইলস্টোন৷
 
অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকানের ৭৫৯টি গোল ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক ৭৬০টি (দেশ ও ক্লাব) গোলের মালিক হলেন রোনাল্ডো। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার। এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি রেকর্ড। দিন দশেক আগে সিরি-এ টুর্নামেন্টে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিরুদ্ধে জুভেন্তাসের জার্সিতে বিকানের ৭৫৯টি গোলের ছুঁয়েছিলেন রোনাল্ডো। রেকর্ডটি ছুতে ১০৩৯ ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ তারকার। বুধবার তাঁকে ছাপিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হলেন সিআর সেভেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দখলে রয়েছে ৭১৯টি গোল।