মিনিয়ার্স ডিজিজ কী? এর উপসর্গ ও চিকিৎসা

মিনিয়ার্স ডিজিজ কী? এর উপসর্গ ও চিকিৎসা

ফাইল ছবি

মাথা ঘোরার অন্যতম কারণ মিনিয়ার্স ডিজিজ। এটি পরিচিত অসুখ। মাথা ঘোরার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে মিনিয়ার্স ডিজিজ অন্যতম।

কানের তিনটি অংশ আছে—বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। মিনিয়ার্স ডিজিজে একদম ভেতরে অন্তঃকর্ণে সমস্যা হয়। মিনিয়ার্স ডিজিজে একদিকের কানে সমস্যা হয়।

কারণ

মিনিয়ার্স ডিজিজ কেন হয় বিজ্ঞানীরা আজও সব কিছু বের করতে পারেননি।

তবে অন্তঃকর্ণের পানির পরিমাণ এই রোগে বেড়ে যায়। কানের সমস্যার সঙ্গে রোগীর অন্যান্য সমস্যাও থাকে।

উপসর্গ

মিনিয়ার্স ডিজিজে বিভিন্ন উপসর্গ থাকে

* হঠাৎ করে মাথা ঘোরা শুরু হয়

* বমিভাব, বমি থাকে

* ভারসাম্যের সমস্যা হয়

* শ্রবণশক্তি সাময়িকভাবে কমে যায়

* নিস্টেগমাস থাকতে পারে। চোখ গোল বলের মতো।

এর পাঁচ ভাগ থাকে ভেতরে আর এক ভাগ থাকে বাইরে। এই নিস্টেগমাসে অক্ষি গোলকের অস্বাভাবিক সঞ্চালন হয়
* মাথার ভেতর অস্বাভাবিক শব্দ হওয়া

পরীক্ষা

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় এই রোগ নির্ণয়ের জন্য। ইলেকট্রোকোক্লিওগ্রাফি পরীক্ষা করে কানের ভেতরের প্রেসার মাপা যায়। সিটি স্ক্যান এবং এমআরআই লাগে কখনো কখনো।

চিকিৎসা

বেশির ভাগ ক্ষেত্রে ওষুধ দিয়েই চিকিৎসা করা হয়।

খুব কম ক্ষেত্রেই সার্জারি লাগে। এই অসুখ একবার ভালো হয় তো আরেকবার খারাপের দিকে যায়। এভাবেই চলতে থাকে। ধূমপান এবং লবণ এই রোগের উপসর্গ বাড়ায়। মিনিয়ার্স ডিজিজ হলে লবণ কম খেতে হবে এবং ধূমপান ছাড়তে হবে।

পরামর্শ দিয়েছেন

ডা. মো. ফজলুল কবির পাভেল

মেডিক্যাল অফিসার

মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল