মিরপুরে বৃষ্টির হানা, খেলা বন্ধ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা বন্ধ

ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টির হানা। আম্পায়ার বললেন মাঠ ছাড়তে। দ্রুত মাঠকর্মীরা দৌড়ে এসে ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টির আসার আগেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানে কাটার মাস্টার মুস্তাফিজ। খেলা বন্ধ হওয়ার আগে ওয়স্টে ইন্ডিজের সংগ্রহ ৩.৩ ওভারের, ১ উইকেট হারিয়ে ১৫ রান। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা। বাংলাদেশের হয়ে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে  ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায় তামিম ইকবাল।

এই ম্যাচ দিয়ে নিষেদ্ধাগা কাটিয়ে  আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে, দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।