ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৩৫৪জন

ভারতে  ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৩৫৪জন

ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৩৫৪জন

ভারতের কোভিড গ্রাফে ফের স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ তো কমলই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭ দিনের মধ্যে সবচেয়ে নেমে এল অ্যাকটিভ রোগীর সংখ্যা।

এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ রোগী ২ লাখ ৭৩ হাজারের সামান্য বেশি। মন্ত্রণালয়ের দাবি, ১৯৭ দিন পর ফের এতটা কমল অ্যাকটিভ কেস, যা বেশ আশাব্যঞ্জক।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ২৬ হাজার ৭২৭ জন। সেই তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ একটু কমল।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৪৫৫ জন। মহামারীর ছোবলে এ নিয়ে প্রাণ হারালেন দেশের ৪ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৬১।
সূত্র : সংবাদ প্রতিদিন