ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা আগামীকাল

ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা আগামীকাল

ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা আগামীকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর)। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

অনুষদটিতে ২৪০ আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে এক হাজার ৩০৬টি। হিসেব অনুযায়ী আসন প্রতি লড়বেন পাঁচ জন ভর্তীচ্ছু। পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপ্রত্র উত্তোলন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের অন্য অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই অনুষদ না থাকায় হলেও ‘ডি’ ইউনিটের অধীনে সতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে।

অনুষদীয় ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।’